তারবিয়াতুল উম্মাহ্ মহিলা মাদরাসা
তারবিয়াতুল উম্মাহ্ মহিলা মাদরাসা ঢাকা, বাংলাদেশ

দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তারবিয়াতুল উম্মাহ্ মহিলা মাদরাসায় শুরু হয়েছে বাংলা তরজমা সমন্বিত হিফযুল কুরআন। যেখানে হিফযের পাশাপাশি শেখানো হচ্ছে পবিত্র কুরআনের বাংলা তরজমা/ অনুবাদও।

Welcome to তারবিয়াতুল উম্মাহ্ মহিলা মাদরাসা

"বাংলা তরজমাসহ একজন মেয়ের হিফযুল কুরআন অসম্ভব মনে করছেন? না, কক্ষনো না।
তাহলে এমন প্রতিষ্ঠান কোথায় আছে?"
হা, আছে....
দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তারবিয়াতুল উম্মাহ্ মহিলা মাদরাসায় শুরু হয়েছে বাংলা তরজমা সমন্বিত হিফযুল কুরআন। যেখানে হিফযের পাশাপাশি শেখানো হচ্ছে পবিত্র কুরআনের বাংলা তরজমা/ অনুবাদও।
পাঠদান পদ্ধতি- প্রতি পৃষ্ঠা হিফযের সাথে চারটি করে শব্দার্থ শিখবে (নির্দিষ্ট কুরআন শরীফ যা মাদরাসা হতে দেওয়া হবে)।
এভাবে হিফয শেষ হওয়ার সাথে সাথে পুরো কুরআনের শব্দার্থ এবং অনুবাদও শিখে নিবে। সেজন্য অতিরিক্ত সময় ব্যয় করতে হবে না।
KhedmotKhojo | খেদমত খোঁজ

আমাদের সকল আপডেট পেতে
সাবস্ক্রাইব করুন

KhedmotKhojo | খেদমত খোঁজ